২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম.এম আমিনুর রহমান তিনদিন ধরে নিখোঁজ । রোববার গত ২৭ আগস্ট রাত ১০ টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে বাসার দিকে বাসায় রওনা হয়ে যান। তার পর থেকে তার কোন খবর নেই। তার মোবাইল ফোনটিও বন্ধ।
২০দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিনুর রহমানের এ অবস্থায় উদ্বেগে আছেন তার পরিবার, দলের সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডাইরি দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
দলের পক্ষ থেকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ মহাসচিব এমএম আমিনুর রহমানকে খুজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজকের বাজার: আরআর/ ৩০ আগস্ট ২০১৭