ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কটিয়াদি শাখার অধীনে মঠখোলা বাজার উপশাখা ২৬ জুলাই ২০২০, রবিবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার মঠখোলা বাজারে উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বসির আহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কটিয়াদি শাখাপ্রধান খন্দকার আমিরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ জাকারিয়া চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।