মঙ্গলবার রাতে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গালাতাসাইয়ের বিরুদ্ধে কষ্ঠার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। তরুস্কের রাজধানী শহরে গালাতাসারাইকে ১-০ গোলে হারায় রিয়াল৷ ম্যাচের একমাত্র গোলটি করেন টনি ক্রুজ৷ ম্যাচের ১৮ মিনিটে জার্মান মিড-ফিল্ডারের গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা৷ কিন্তু ম্যাচের বাকি সময়ে কোনও দলই গোল করতে পারেনি৷ কষ্টার্জিত হলেও তিন ম্যাচ পর জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ৷
এদিন শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন জিদানের ছেলেরা৷ কিন্তু তুরস্কের দলটির ডিফেন্সে বারবার প্রতিহত হয় রিয়াল আক্রমণ৷ ম্যাচের প্রথম মিনিটেই লক্ষ্যে শট নিয়েছিল রিয়াল। কিন্ত গোল করতে পারেনি৷ তবে রিয়াল আক্রমণের প্রাথমিক ধাক্কা সামলে জবাব দিতে শুরু করে গালাতাসারাই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম ১২ মিনিটে দুই দল হারায় গোলের দুটি করে সুযোগ।
তবে ম্যাচের ১৮ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ক্রুজ৷ এদেন আজারের কাটব্যাকে বল পেয়ে জোরাল শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই জার্মান মিড-ফিল্ডার। ৩৮ মিনিটে অবশ্য সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল গালাতাসারাই৷ কিন্তু তা হাতছাড়া করেন ইউনেস বেলহান্দা। ডাচ ফরোয়ার্ড রায়ার বাবেলের চমৎকার ক্রসে বিপজ্জনক জায়গায় পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে শুরুটা অবশ্য মন্থর ছিল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণ ও প্রতিআক্রমণের ঝাঁঝ বাড়তে থাকে৷ উত্তেজনা। ৬৫ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন আজার। গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠাতে পারেননি বেলজিয়ামের এই ফরোয়ার্ড। ক্রসবারে লেগে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়৷ মিনিট দশের পর সুযোগ আসে বেঞ্জেমার সামনে। কিন্তু ঝাঁপিয়ে পড়ে বেঞ্জেমার প্রচেষ্টা ব্যর্থ করে দেন গালাতাসারাই গোলকিপার ফার্নান্দো মুসলেরা।শেষ পর্যন্ত ১-০ ম্যাচ জিতে জয়ের মুখ দেখে রিয়াল৷
আজকের বাজার/লুৎফর রহমান