ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঢাকা-চট্টগ্রাম রেলেপথে ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছেন।
নিহতের নাম তাসলিমা আক্তার। তাসলিমা উপজেলার খারপাড়া এলাকার আব্রু মিয়ার মেয়ে এবং একই উপজেলার বিশ্বপুর এলাকার সবুজ মিয়ার স্ত্রী।
সোমবার দুপুরে উপজেলার খারপাড়া এলাকা থেকে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে তাসলিমা বাবার বাড়িতে বেড়াতে আসে। গতকাল রোববার রাতে বড় ভাইয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। এনিয়ে তাসলিমার মন খারাপ ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আখাউড়া থেকে কসবার উদ্দেশে ছেড়ে যাওয়া ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাসলিমা।
ওসি শ্যামল কান্তি দাস আরও জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ/