নীলফামারী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বেড়াতে এসে দুই বন্ধু খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কাজীপাড়া এলাকার মেসে একজনের গলাকাটা ও অপরজনের রশিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি গ্রামের এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও কামানিয়া গ্রামের দিলু মিয়ার ছেলে মজনু (৩০)।
জানা যায়, গত মঙ্গলবার হাসনা বেগমের বাড়ির ভাড়াটিয়া বাদশা মিয়ার বাসায় বেড়াতে আসে এই দুই যুবক। বাদশা মিয়া নীলফামারী জেলার ডোমার থানার উত্তর গোমনাথ গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, সকালে খবর পেয়ে ওই বাসায় মিনারুলের গলাকাটা লাশ এবং গলায় ফাঁস দেয়া অবস্থায় মজনুর রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মজনুর গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা এবং ওই বাড়ির আরেক ভাড়াটিয়া লাইলী বেগমকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বাড়ির মালিক হারেস মিয়া ও হাসনা বেগম পলাতক রয়েছে।
পুলিশ জানায়, দুই যুবকের খুনের ঘটনা তদন্ত চলছে।
আজকের বাজার/এমএইচ