রাজধানীর কাঁঠালবাগান এলাকায় সোমবার ভোরে এসি থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন (৪২), তার স্ত্রী মারিয়া ফেরদৌস টুম্পা (৩০) এবং তাদের দুই সন্তান লাইবা (৮) ও লিবান (৯ মাস)।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানান, চারতলা ওই ভবনের দোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসিতে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ এবং লিবানের ৭ শতাংশ পুড়ে গেছে।
আজকের বাজার/এমএইচ