বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে। এতে নদীর উভয় তীরে আটকা পড়েছে ছয় শতাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর তীব্র স্রোতের কারণে ফেরি, স্পিডবোট ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় নদীর উভয় ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ছয় শতাধিক যানবাহন।পরিবার পরিজন নিয়ে রাতভর শিমুলিয়া ঘাটে বৃষ্টিতে আটকা থাকা যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে শিশু ও নারীদের অবস্থা আরও খারাপ।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ জানান, ঘাটে যাত্রী নিরাপত্তায় পুলিশ কাজ করছে। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে পুলিশ সর্তক রয়েছে।
উল্লেখ, শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে প্রথমে ১৭টি ফেরির মধ্যে ১১টি বন্ধ করে দেওয়া হয়।এরপর নদীতে উত্তাল ঢেউ আর ঝড়ো বাতাসের কারণে সকল ফেরি, লঞ্চ ও স্পীডবোট দুপুর ১২টার দিকে বন্ধ করে দেন ঘাট কর্তৃপক্ষ। ফেরি, লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে ঘাট এলাকায় ৮৬টি লঞ্চ, দেড় শতাধিক স্পীডবোট ও ১৭টি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২১ অক্টোবর ২০১৭