মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে ঝড়ো বাতাস শুরু হওয়ায় এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বাতাস ও বৃষ্টি শুরু হলে উত্তাল হয়ে ওঠে পদ্মা। ফলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার জানান, ঝড়ো বাতাস শুরু হলে সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্পিডবোটও বন্ধ রয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলেই লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে বলে তিনি জানান।
আজকের বাজার/একেএ