বৈরি আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ পথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ঝড়ো বাতাস শুরু হওয়ায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে আকাশ প্রচণ্ড মেঘ করে। পরে ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে সাড়ে সকাল ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল করছে বলে ফেরিঘাট সূত্র জানিয়েছে।
এদিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বাতাস শুরু হলে সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্পিডবোটও বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।