ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। কুয়াশা কিছুটা কুয়াশা কমে যাওয়ায় বুধবার (৭ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কুয়াশা কিছুটা কমতে শুরু করায় সকাল সোয়া ৮টার দিকে ঘাট থেকে দু’টি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।
মঙ্গলবার রাত ১২টা থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করেছে। ধীরে ধীরে কুয়াশার মাত্রা বেড়ে যায়। এ কারণে পদ্মায় দিকনির্দেশনা বাতি দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশা কিছুটা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।