আগামি ২৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির ‘হিচকি’ ছবিটি। তার আগে স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে কেঁদে ফেললেন মাধুরী দীক্ষিত।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধুরী লিখেছেন, হিচকির গল্পটা অসাধারণ। খুব ভালো কাস্ট। সিদ্ধার্থ পি মালহোত্রা খুব ভালো পরিচালনা করেছেন। রানীর আরো একটি দারুণ পারফরম্যান্স।
প্রতিবেদনে বলা হয়, মাধুরীর সঙ্গে রেখা, করন জোহর, সুস্মিতা সেন, বনি কাপুর, খুশি কাপুর, শিল্পা শেটি উপস্থিত ছিলেন স্পেশ্যাল স্ক্রিনিংয়ে।
জানা গেছে, ‘হিচকি’তে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানী। তার চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে তার কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন।
আজকেরবাজার/এস