জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার রায়ের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে হাউমাউ করে কাঁদলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
এর কিছু সময় পরই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।
তিনি বলেন, এ রায় প্রতিহিংসার রায়।
এ সময় কাঁদতে কাঁদতে রিজভী বলেন, পৃথিবীর কোনও দেশে এমন দৃষ্টান্ত নেই। ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি রায়। তার সন্তান কেউ কাছে নেই। তিনি স্নেহবঞ্চিত।
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮