বিশ্বাস ও আস্থার জায়গায় ফিরিয়ে আনতে নতুন ভ্যাট আইনের প্রভাব নিয়ে যে গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, গবেষণার কাজ ভালো, তবে সেটা অবশ্য স্বতন্ত্র হতে হবে। কাউকে খুশি করার জন্য ভ্যাট নিয়ে গবেষণার দরকার নেই।
৮ অক্টোবর রোববার রাজধানীর আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অভিঘাত বিষয়ে গবেষণা’ বিষয়ক এ মতবিনিময় সভায় দেশের সব বেসরকারি গবেষণা সংস্থা অংশগ্রহণ করে।
মহিউদ্দিন বলেন, এ গবেষণা কোনো ব্যবসায়ী সমাজ, যারা ট্যাক্স দেন না বা এনবিআরের কাউকে খুশি করার জন্য যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এনবিআর কোনো ব্যক্তিকে ফেবার করার জন্য না; আমাদের বা সরকারের ভেতর ঘাপটি মেরে বসে এমন সুযোগ সন্ধানী ব্যক্তির ফেভারে গবেষণা হতে পারে না।
তিনি বলেন, দেশটা আমাদের সকলের। আমরা কেউ ব্যবসায়ী, কেউ সরকারি চাকরিজীবী। আমাদের মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা মিনিংফুল হওয়া উচিত। আমরা একে অন্যের পরিপূরক।
এফবিসিসিআই সভাপতি বলেন, ১৫% ভ্যাটকে শুধু কম্পিউটারের সফটওয়্যারে অন্তর্ভূক্ত দেখতে চাই না। ব্যক্তিগতভাবে হোক আর ব্যবসায়ীদের পক্ষেই হোক, আমি বা আমরা চাই এই অর্থ পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অবকাঠামো উন্নয়নের মতো খাতে ব্যয় করা হোক। আর সেটা হলে আমরা তা দিতে উদ্ধুদ্ধ হবো।
তিনি বলেন, আমাদের পদ্মাসেতু বন্ধ করে দেয়া হয়েছিল। এখন একটি দৃশ্যমান স্প্যান লাগাতে দেখলাম। পদ্মাসেতু হচ্ছে এখন আমরা বিশ্বাস করছি। সেজন্য দাতা হিসেবে শুধু বিশ্বব্যাংক বা আইএমএফকে বিবেচনায় নিবেন না। দেশের পরিপ্রেক্ষিত বুঝেই দাতাদের দিকে তাকাতে হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭