কাউন্টি খেলতে যাচ্ছেন হাশিম আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাশিম আমলা। তখন বলেননি তার পরবর্তী লক্ষ্য কী। অবসরের কয়েক মাস পর জানা গেল, কোলপ্যাক চুক্তি করে কাউন্টিতে সারের হয়ে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমলা। জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে তাকে। ক্রিকইনফোর খবর, কাউন্টিতে খেলতে দু’বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি।

মিডলসেক্স ও হ্যাম্পশায়ারেও চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল হাশিম আমলার প্রতিনিধির। কিন্তু সারেতেই ভিড়তে যাচ্ছেন প্রোটিয়া ক্রিকেটার।

চুক্তি অনুযায়ী, অইউরোপীয় খেলোয়াড়রা স্থানীয় হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পেয়ে থাকেন। কোলপ্যাক চুক্তিতে থাকাকালে কোনো ক্রিকেটার তার নিজ দেশের হয়ে খেলতে পারেন না।

আজকের বাজার/লুৎফর রহমান