ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হতে যাচ্ছেন।
বাড়ি তল্লাশির পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়ায় ইরফান সেলিম সাময়িক বরখাস্ত হচ্ছেন বলে স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার ইউএনবিকে বলেন, ‘কাউন্সিলর ইরফান সেলিমের দণ্ডিত হওয়ার বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশন থেকে রিপোর্ট পেলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
সচিব আরও বলেন, ‘স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, যেকোনো আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।’
উল্লেখ্য, ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।