কাওরানবাজারে কেমিক্যালে পাকানো আম জব্দ

কাওরানবাজারে কেমিক্যাল দিয়ে পাকানো আম জব্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ মে) সকালে ফলের আড়তে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কেমিকেল দেয়া আম জব্দ করে।পরে জব্দকৃত আম ধ্বংস করা হয়।

আরজেড/