কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি কর্মী-সমর্থকেরা।

কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনে যাওয়ার সড়কে বিভিন্ন স্লোগান দিতে দিতে কয়েকশ’ বিএনপি নেতাকর্মী পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যায়। রাস্তার পাশে একটি মটরসাইকেলেও অগ্নিসংযোগও করে তারা।

পুলিশ এক পর্যায়ে তাদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

আতংক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল।

এরই মধ্যে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে বকশিবাজার আদালতের দিকে যাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়া উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে রাজধানীকে।

আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮