ল্যাজিওকে শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচের ২-১ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মিউনিখের আলিয়াঁজ এরিনাতে প্রথমার্ধে রবার্ট লিওয়ানদোস্কির পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। দ্বিতীয়ার্ধে পোলিশ এই তারকার বদলী হিসেবে মাঠে নামা এরিক ম্যাক্সিম চুপো মোটিং ব্যবধান দ্বিগুন করেন। ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো মার্কো পারোলো ল্যাজিওর হয়ে সান্তনাসূচক একটি গোল করেছেন।
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জসুয়া কিমিচ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রতিটি ম্যাচে জয়ী হবার ইচ্ছা আমাদের রক্তে মিশে আছে। এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা আত্মবিশ্বাসের সাথে খেলেছি। যদিও এই পারফরমেন্সটা দুর্দান্ত ছিল না, তার উপর ম্যাচের শেষের দিকে গোল হজম করাটাও মেনে নেয়া যায়না।’
ইউরোপীয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগে রূপান্তরিত হবার পর এই জয়ের মাধ্যমে শেষ আটে জায়গা করে নেবার ক্ষেত্রে বার্সেলোনা ১৮বারের রেকর্ডকে ছাড়িয়ে গেল বায়ার্ন। এনিয়ে গত দুই বছরে চ্যাম্পিয়ন্স লিগে ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো বায়ার্ন। ম্যাচ শেষে ল্যাজিও কোচ সিমোনে ইনজাগি বলেছেন, ‘আমাদের আরো ভাল পারফর্ম করা উচিত ছিল। তবে ইতিবাচক ম্যাচ খেলেই আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। কিছু কিছু দলের বিপক্ষে খেলাটা সত্যিই কঠিন, বায়ার্ন তেমনই একটি দল।’
প্রথম লেগে ৪-১ গোলে পিছিয়ে থাকা ল্যাজিওর জন্য কালকের ম্যাচটি কার্যত ছিল শুধুই আনুষ্ঠানিকতরা। সে কারনেই হয়তবা ইনজাগি দলের সর্বোচ্চ গোলদাতা সিরো ইমোবিলের স্থানে মূল একাদশে সুযোগ দিয়েছিলেন কসোভোর স্ট্রাইকার ভেডাট মুরিকিকে। অন্যদিকে দলীয় অধিনায়ক ও জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার অসুস্থতার জন্য কাল বায়ার্নের হয়ে খেলতে পারেননি। তার পরিবর্তে মৌসুমের তৃতীয় ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন আলেক্সান্দার নুয়েবেল।
পেনাল্টি এরিয়ার মধ্যে লিও গোরেৎকাকে ফাউলের অপরাধে মুরিকির বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় বায়ার্ন। ভিএআর রিভিউ সেই সিদ্ধান্তে অটল তাকার পর লিওয়ানদোস্কি স্পট কিক থেকে বায়ার্নকে এগিয়ে দেন। সব ধরনের প্রতিযোগিতায় এটি পোলিশ এই তারকা মৌসুমে ৩৯তম ও চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম গোল।
৬৭ মিনিটে ল্যাজিও গোলরক্ষক পেপে রেইনাকে পরাস্ত করলেও লিওয়ানদোস্কির শট পোস্টে লেগে ফেরত আসে। এরপরপরই তার ও থমাস মুলারের পরিবর্তে মাঠে নামেন চুপো-মোটিং ও ১৮ বছর বয়সী জামাল মুসিয়ালা। দুই মিনিটেরও কম সময়ে মল্যে ডেভিড আলাভার পাস থেকে চুপো-মোটিংয়ের ফ্লিকে পরাস্ত হন রেইনা। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ম্যাচ শেষের আট মিনিট রক্ষনভাগের ভুলে আন্দ্রে পেরেইরার ফ্রি-কিক থেকে পারোলো গোল করলে ল্যাজিও সান্তনার এক গোল উপহার পায়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান