কাচা লঙ্কা' ছবিতে অভিনয় করছেন নবাগত নায়িকা অথৈ আরবি। ছবিতে নায়ক ইমরোজের বিপরীতে অভিনয় করছেন তিনি। গাজীপুরে ছবির শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছেন ডা. ইলা।
পরিচালক ডা. ইলা বলেন, ‘আমরা সম্প্রতি ছবির শুটিং শুরু করেছি। ইমরোজ এরই মধ্যে পরিক্ষীত নায়ক, আর নায়িকা অথৈ ভালো করছে। আর আজ অথৈ আরবির জন্মদিন। তাই আমরা শুটিং বন্ধ রেখেছি।’
নায়িকা অথৈ আরবি বলেন, ‘আমার অনেক ভালো লাগছে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে। সুন্দর একটি গল্প, আমার চরিত্রটাও ভালো লেগেছে। সব মিলিয়ে বলব, এটা আমার জন্য চেলেঞ্জ। আশা করি, ভালো কিছু করতে পারব।’
কীভাবে অভিনয়ে যুক্ত হলেন জানতে চাইলে অথৈ বলেন, ‘যখন ছোট ছিলাম তখন বাবার সঙ্গে বাসায় বসে শাবনূর আপুরসহ অনেক অভিনয় শিল্পীর বাংলা সিনেমা দেখতাম। আর সেই থেকে চলচ্চিত্র অভিনয়ের প্রতি আমার আগ্রহ তৈরি হয়। এ আগ্রহ থেকেই ২০১৩ সালের দিকে অভিনয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য কক্সবাজার থিয়েটারে কিছু দিন মঞ্চনাটকে অভিনয় করি। সবার প্রশংসা শুনে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়।’
এবার জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে অথৈ বলেন, ‘এবার জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করতে চাই। যেহেতু আমি আজ শুটিং করছি না। তাই প্রিয়মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে চাই।’
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮