কাজাকিস্তানে শুক্রবার বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত ও অপর ৯ জন আহত হয়েছে। সরকারি খবরে এ কথা বলা হয়। খবর এএফপির।
খবরে বলা হয়, কাজাকিস্তানের আলমাটি বিমান বন্দর থেকে ১০০ যাত্রী নিয়ে একটি বিমান শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।
জরুরি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এজেন্সির খবরে বলা হয়, এ দুর্ঘটনায় ৯ ব্যক্তি নিহত ও অপর ৯ জন আহত হয়েছে।