মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেতে যাচ্ছেন ক্ষমতাসীন নেতা কাসিম-জোমরাত তোকায়েভ।
সোমবার প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
তোকায়েভ (৬৯) রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৮১.৩১ শতাংশ ভোট পেয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের হাত ধরে ২০১৯ সালে ক্ষমতায় বসেন।
নির্বাচনে অন্য পাঁচ প্রার্থীর কেউই দুই অংকের ভোট পাননি। মাত্র ৫.৮ শতাংশ ভোটার বাকী সকল প্রার্থীকে ভোট দেন।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কাজাখস্তানে এলপি গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে জানুয়ারিতে বড়ো ধরনের বিক্ষোভ হয়। তোকায়েভ কঠোর হাতে সে বিক্ষোভ দমন করেন।
বলা হচ্ছে রোববারের নির্বাচনের মধ্যদিয়ে তিনি তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার সুযোগ পাবেন।