কাজাখস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৫২

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় আকতোবে এলাকার ইরগিজ জেলার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ৫২ জন নিহত হয়েছে।বার্তা সংস্থা বিবিসি জানিয়েছ, নিহতদের বেশিরভাগই উজবেকিস্তানের  নাগরিক ।এরা সামারা-সিমকেন্ত রুটের বাসে চেপে মস্কো থেকে আসছিল বা মস্কোর দিকে যাচ্ছিল ।

কাজাখস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হঠাৎ আগুন ধরে যাওয়া বাসটির প্রায় সব আরোহী পুড়ে মারা গেলেও অন্তত ৫ জন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন। তাঁদেরকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দরিদ্র উজবেক নাগরিকরা এই ২২০০ কিলোমিটার দীর্ঘ সামারা-সিমকেন্ত সড়কপথ দিয়েই জীবিকার অন্বেষণে রাশিয়ায় যাওয়া আসা করে থাকে।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, বাসটিতে ৫৫ জন আরোহী ও দুজন চালক ছিল। নিহত ও আহতদের উদ্বিগ্ন আত্মীয়স্বজনদের সব ধরনের খোঁজখবরঁও যোগাযোগের জন্য কর্তৃপক্ষ একটি হটলাইন চালু করেছে।

আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮