কাজাখাস্তানে ৯০ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং গুরুতর ভাবে আহত হয়েছেন ৫৪ জনের বেশি বলে জানিয়েছেন আলমাটি বিমান বন্দর কর্তৃপক্ষ।
কাজাখাস্তানের বিমান চলাচল কমিটি একটি বিবৃতে জানিয়েছে, আলমাটি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুক্রবার সকালে বেক এয়ার লায়েন্সের বিমানটি উড্ডয়নের পরপরই উচ্চতা হারাতে শুরু করে এবং একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা খেয়ে একটি দোতলা বাড়ির ওপর আছড়ে পড়ে তবে বিধ্বস্ত বিমনটিতে আগুন ধরেনি।
স্থানীয় কর্তৃপক্ষ এর আগে ১৫ নিহত হয়েছে বলে জানিয়েছিল তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন ব্যাখ্যা না দিয়ে মৃতের সংখ্যা আর কম বলে জানান। ঐ বিমানটি আলমাটি থেকে রাজধানী নুর সুলতানের দিকে যাত্রা করেছিল। বেক এয়ার লাইন্স তদন্তের জন্য ফকার ১০০ বিমান উড্ডয়ন সংগে সংগে স্থগিত করেছে।ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান