কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে কাসাম জমার্ট তোকায়েভ ৭০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের পছন্দের উত্তরসূরি।
ভোট গ্রহণের একদিন পর সোমবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। খবর বাসস।
দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, তোকায়েভ ৭০.৬ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরজাহান কোসানভ পেয়েছেন ১৬.২ শতাংশ ভোট।
আজকের বাজার/এমএইচ