ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার কাজে ফিরছেন।
দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে এ ঘোষণার কয়েকঘন্টার মধ্যে রোববার দ্য প্রেস এসোসিয়েশন জনসনের ডাউনিং স্ট্রিটে ফেরার কথা জানায়।
করোনায় আক্রান্ত হয়ে জনসন হাসপাতালে চিকিৎসা নেন। তাকে ইনটেনসিভ কেয়ারে তিনদিন থাকতে হয়। গত ১২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর থেকে লন্ডনের বাইরে চেকার্সে আছেন তিনি।
এদিকে জনসনের কাজে ফেরার এ সময়ে করোনা মোকাবেলা নিয়ে নানামুখী চাপের মধ্যে পড়েছে তার সরকার। স্বাস্থ্য দপ্তর শনিবার কোভিড ১৯ এ ৮১৩ জনের মৃত্যুর কথা ঘোষণা করে। এর ফলে দেশটিতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২০,৩১৯। এর একদিন আগে মৃত্যুও সংখ্যা ছিল ৬৮৪ জন।
তবে নতুন সংক্রমণের সংখ্যা কমেছে বলে বলা হচ্ছে।
করোনা ঠেকাতে দেশটিতে গত ২৩ মার্চ লকডাউন ঘোষণা করা হয়। এরপর তা বাড়িয়ে প্রথমে ১৬ এপ্রিল ও পরে ৭ মে পর্যন্ত করা হয়েছে।