জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন সাবেক স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া। জাপা'র প্রার্থী হয়ে গাজীপুর (সদর) আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি।
১৯৯০ সালে ক্ষমতা হস্তান্তরের পর এরশাদের জাতীয় পার্টিতে এরআগে কখনো সচিব পর্যায়ের কোন আমলা যোগ দেননি। সংসদ নির্বাচন করবেন এটি মাথায় রেখে সাবেক স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দিচ্ছেন।
জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের জন্য দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির ভাল ও দক্ষ প্রার্থী নেই। প্রার্থী সংকট দূর করতে ভালভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে সারাদেশে ভাল ও বিত্তবান প্রার্থী খুঁজে বেড়াচ্ছে দলটি। প্রাক্তন স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া দলের সেই মিশনের ফসল।
জাপায় যোগদানের সত্যতা স্বীকার করে সাবেক স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া বলেন, ৩১ বছরের সরকারি চাকরি'র সময়ে সারাদেশের মানুষের সেবা করেছি। বিশেষ করে আমার গাজীপুর সদরের সর্বস্তরের মানুষের জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছি। আমার এলাকার মানুষগুলো আমাকে রাজনীতিতে দেখতে চায়। তারা চায় জনপ্রতিনিধি হয়ে আমি যেন এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকি।
‘এলাকাবাসীর সেবা করতেই তাদের উৎসাহে তাদের প্রত্যাশা পূরণে আমি জাতীয় পার্টিতে যোগ দিচ্ছি। যতদিন বেঁচে থাকব আজীবন সুখে-দুঃখে তাদের পাশে থাকব’- বলেন প্রাক্তন এই সচিব।
জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতীর সঙ্গে সাবেক স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়ার সম্পর্ক ভাল। তারই উৎসাহে তিনি এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।
দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, জাতীয় পার্টির ৯ বছরের সোনালি শাসনামল এবং সমৃদ্ধিশালী আধুনিক বাংলাদেশ গড়তে আমাদের পার্টির চেয়ারম্যানের বর্তমান রাজনীতি দেশের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। প্রাক্তন সফল রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশা বেড়েছে বিভিন্ন পেশাজীবী মানুষেরও। সে প্রত্যাশা থেকে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন প্রাক্তন স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া। ভবিষ্যতে আরও বড় চমক আছে বলেও ইঙ্গিত দেন তিনি।
চিশতী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যাওয়ার দীর্ঘ ২৭ বছর কোনো শীর্ষ আমলা আমাদের পার্টিতে যোগ দেননি। এতদিন পর প্রাক্তন এক পূর্ণ সচিবের যোগদান প্রমাণ করে জাতীয় পার্টি দেশের জনপ্রিয় রাজনৈতিক দল। তার এই যোগদান নিঃসন্দেহে দলকে শক্তিশালী করবে।
২৪ আগষ্ট বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কনভেনশেন সেন্টারে অনুষ্ঠিত হবে সাবেক এই সচিবের যোগদান অনুষ্ঠান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেবেন প্রাক্তন স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া।
এম নিয়াজ উদ্দিন মিয়া সর্বশেষ স্বাস্থ্য সচিব ছিলেন। ২০১৪ সালের ৬ নভেম্বর তিনি অবসরে যান। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে নিয়াজ উদ্দিন মিয়া পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিবসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
প্রাক্তন স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া গাজীপুর সদরের বাসিন্দা। তিনি ব্যক্তিগত জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক।
তিনি ভাওয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। গাজীপুরের সদর এলাকায় তিনি তার নিজ নামে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করেন। যার নাম এম এম নিয়াজ উদ্দিন হাইস্কুল। এ ছাড়া তিনি স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানের জড়িত রয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৩ আগষ্ট ২০১৭