ঘূর্ণিঝড় মোরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামানো হয়েছে। তার পরিবর্তে এই এলাকাগুলোকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে শঙ্কামুক্ত হলো উপকূলীয় মানুষ; বাংলাদেশ।
আজ ৩০ মে মঙ্গলবার আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে এ খবর জানানো হয়েছে। বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকেও ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর পর্যন্ত এসব এলাকা ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ছিল।
এতে আরও বলা হয়, কক্সবাজার ও খেপুপাড়া রাডার পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে, উপকূল অতিক্রমরত প্রবল ঘূর্ণিঝড় ’মোরা’ উত্তরদিকে অগ্রসর হয়ে সকাল ০৬ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুতুবদিয়ার নিকট দিয়ে কক্সবাজার – চট্রগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করে দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ আকারে রাঙ্গামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজ রাত ০৯ টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/৩০ মে ২০১৭