পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলকারী প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইল লিমিটেডের লটারির ফল প্রকাশ হয়েছে। সকাল সাড়ে ১০ টায় রাজধানীর এজিবি কলোনী অডিটোরিয়ামে লটারি ড্র হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি আইপিওর চাঁদা গ্রহণ গত ১৩ সেপ্টম্বর শেষ হয়েছে। যা শুরু হয়েছিল গত ২৮ আগস্ট।
কোম্পানিটিকে গত ৩১ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আইপিও সম্মতিপত্র গ্রহণ করে। গত ২৬ জুন কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করে কমিশন।
আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
ফলাফল ডাউনলোড করুনঃ