বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার স্বপন কুমার বালা বলেছেন,“পুঁজিবাজারে নতুন তালিকাভুক্তির ক্ষেত্রে বিশেষ করে কাট-অব প্রাইস নির্ধারণে অনেক সময় অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছে। বিএসইসি এ ব্যাপারে আরও কঠোর হচ্ছে। পাবলিক ইস্যু রুলসে কিছু বিধি সংযোজন করা হচ্ছে, তাতে কোম্পানিগুলোর কাট-অব প্রাইস নির্ধারণের ক্ষেত্রে অনিয়মের সুযোগ কমে আসবে। শনিবার,৯ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে পুঁজিবাজার মেলার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
সে সময় তিনি আরও বলেন,ভালো কোম্পানি ও তার যৌক্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে সঠিক নিয়ম মানতে ইতোমধ্যে মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে । “আমাদের বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির ক্ষেত্রে ট্যাক্স সুবিধা দেওয়া হলেও তারা বাজারে আসতে চায় না বলেও উল্লেখ করেন স্বপন কুমার বালা।
সে সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার বলেন, শিল্পায়নের ক্ষেত্রে পুঁজি সংগ্রহে বাংলাদেশের পুঁজিবাজার এখনও অনেক ক্ষুদ্র। শিল্পায়ন এখনও ব্যাংক নির্ভর, যেখানে মানুষের আস্থা কমেছে। একটি দক্ষ পুঁজিবাজার তৈরি করতে না পারলে পুরো অর্থনীতির গতি কমে আসবে।
আজকের বাজার:এসএস/এলকে ১০ ডিসেম্বর ২০১৭