নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা বিধ্বস্ত বিমানে গাজীপুরের একই পরিবারের ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আল আলামুল ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকার মৃত শরাফত আলীর ছেলে ফারুক আহমেদ প্রিয়ক (৩২) এবং তার সন্তান তামাররা প্রিয়ক (৩)।
এই ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন, নিহত ফারুক আহমেদ প্রিয়কের স্ত্রী আলমুন নাহার এ্যানি (২৫), একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (৩৩) ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা (২৫)।
কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আল আলামুল ইমাম জানান, ফারুক আহমেদ প্রিয়ক ও তামাররা বিমান বিধ্বস্ত হওয়ার পরই মারা যায়। এ ঘটনায় আলমুন নাহার এ্যানি, মেহেদী হাসান মাসুম ও সাঈদা কামরুন্নাহার স্বর্ণা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজকেরবাজার/এস