কাঠমান্ডুসহ অভ্যন্তরীণ রুটের ৯ ফ্লাইট বাতিল করল বিমান

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চীনে ভাইরাসটির দাপট কিছুটা কমে আসলেও ইউরোপে এখন ভয়াবহ অবস্থা। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। এক্ষেত্রে জনসমাগম এড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আর সে জন্যই আকাশপথেও বন্ধ হয়েছে অনেক ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু রুটের একটি ফ্লাইট ও অভ্যন্তরীণ রুটের আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ব‌্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন। সূত্র জানিয়েছে, করোনাভাইরাস আতঙ্কে এসব রুটে চরম যাত্রী সংকট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

মোকাব্বির হোসেন জানিয়েছেন, আগামী ১৯ মার্চের চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট; ১৯ ও ২০ মার্চের সিলেট রুটের ফ্লাইট; ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী ও কক্সবাজার রুটের একটি করে ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমান্ডু রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।তিনি বলেন, আমরা ২২ মার্চের কাঠমান্ডু ফ্লাইটের যাত্রীদের ১৯ মার্চের ফ্লাইটে যাওয়ার অনুরোধ করছি। সম্প্রতি ওমানের মাস্কাট ও মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বিমান।

আজকের বাজার/শারমিন আক্তার