কাঠমান্ডু পৌঁছেছে শোকাহত স্বজনরা

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে।

স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ত্রিভুবন বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টায় ৪৬ স্বজন ও ইউএস-বাংলার ৭ কর্মকর্তাকে নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি পরিবার থেকে একজনকে নেপালে নেওয়া হয়েছে।

উল্লেখ, গত সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২২ জন।

আজকেরবাজার/এস