কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দেশটির প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ তদন্ত কমিশন গঠন করেছে নেপাল সরকার।তদন্ত কমিশনের ৬ সদস্য হলেন, যজ্ঞ প্রসাদ গৌতম, লেফটেন্যান্ট কর্নেল ডা. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদী, বুদ্ধি সাগর লামিছানে। সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতম এই কমিশনের নেতৃত্ব দিবেন।

আজ মঙ্গলবার থেকে এই কমিশন তদন্ত কাজ শুরু হবে। নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানিয়েছেন, মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজকেরবাজার/এস