কাতারের ‘অভিযুক্ত’ সংস্থা থেকে আসছে ৬৬ কোটি টাকা

জঙ্গিদের অর্থায়ন করার অভিযোগে ‘অভিযুক্ত’ মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দাতব্য প্রতিষ্ঠান কাতার চ্যারিটেবল সোসাইটি বা কাতার চ্যারিটি বাংলাদেশে নতুন প্রকল্পে অর্থায়ন করছে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের বাকি অর্ধেক সময়ের মধ্যে সংস্থাটি বাংলাদেশে মোট ৪০০টি বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র, সেবাকেন্দ্র ও মসজিদ তৈরিতে অর্থায়ন করবে। এজন্য তারা ৩ কোটি রিয়াল বা ৬৫ কোটি ৭৯ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশকে।

তবে কয়েক তিন আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সংস্থাটির বিরুদ্ধে জঙ্গিদের অর্থ দেওয়ার অভিযোগ তোলে।

বিএফআইইউ জানায়, কাতার চ্যারিটেবল সোসাইটিসহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনের ১৭টি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) বাংলাদেশের জঙ্গিদের অর্থ দিচ্ছে।

এ বিষয়ে বিএফআইইউ এর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ জানান, ওই ১৭টি এনজিও বিরুদ্ধে জঙ্গিদের অর্থ দেওয়ার অনেক প্রমাণই পাওয়া গেছে। বাংলাদেশে তাদের কার্যক্রমের ওপর এখন নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে।

তিনি আরও জানান, এনজিওগুলোর ওপর ২০১২ সাল থেকেই নজর রাখ হচ্ছে। গত ৫ বছরে তাদের বিষয়ে বিস্তর তথ্যও সংগ্রহ করা হয়েছে।

এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে কাতার চ্যারিটি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে ওইসব সেবা কেন্দ্র ও মসজিদ নির্মাণ করবে।

কাতার চ্যারিটি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষেই তারা বাংলাদেশের প্রকল্পগুলোতে অর্থ ছাড় দিচ্ছে।

গালফ নিউজ বলছে, সাম্প্রতিক এক ঘোষণা কাতার চ্যারিটি জানিয়েছে ওই প্রকল্পের আওতায় বাংলাদেশে ৩০০০ এতিম শিশুকে সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তির বরাত দিয়ে খবরে বলা হচ্ছে, নতুন পরিকল্পনা অনুসারে বাংলাদেশে সংস্থাটি এতিমদের সহায়তা, সাংস্কৃতি কেন্দ্র ও মসজিদ নির্মাণে ৩ কোটি কাতারি রিয়াল দেবে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে ইতোমধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশে ইতোমধ্যে ১ কোটি ১০ লাখ রিয়াল বরাদ্দ দিয়েছে। এই অর্থ ইতোমধ্যে ১ হাজার ৮১৩ বিশুদ্ধ পানির প্রকল্প সম্পন্ন হয়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭