কাতারের ওপর আরোপিত নিষিধাজ্ঞা প্রত্যাহারের আহ্ববান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছে তিনি এ আহ্ববান করেন।
মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি বাদশা সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে সিরিজ বৈঠকে উপসাগরীয় সংকট নিরসনের ব্যাপারে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রায় এক বছর আগে ‘সন্ত্রাসবাদে সমর্থনের’ অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। অবশ্য শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে কাতারি প্রশাসন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পম্পেও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এই সংকটের সুযোগে ইয়েমেন ও সিরিয়ায় প্রভাব বাড়িয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করছে ইরান।
আরজেড