সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারেও উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় কাতারে বিভিন্ন সিটিতে স্থানীয়দের সঙ্গে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিবারের মতো এবারও স্থানীয় দোহা ন্যাশনাল ঈদগাহে ঈদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিবার ও আত্মীয় স্বজন ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন কষ্টদায়ক বলে জানিয়েছেন প্রবাসীরা।
আজকের বাজার/এমএইচ