কাতারে বসবাসরত বাংলাদেশিদের এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে সেই দেশের বাংলাদেশ দূতাবাসের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৭ জুন বুধবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজনীয় নির্দেশনার জন্য কাতারের সকল বাংলাদেশীকে দূতাবাসের সঙ্গে পরামর্শ করতে অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য +৯৭৪৪৪৬৭১৯২৭ ফোন নম্বরটি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস উদ্ভুত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষন করছে। পরিবর্তিত পরিস্থিতি যথাযথ বিশ্লেষণের এবং পর্যবেক্ষণের পরে দূতাবাস যথাযথ পরামর্শ দেবে।
পরিস্থিতি কাতার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে এবং এ ব্যাপারে অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে দূতাবাসের বিবৃতে বলা হয়েছে। দেশটিতে বর্তমানে ৩,৮০,০০০ বাংলাদেশি কর্মরত রয়েছেন।
উল্লেখ, চরমপন্থীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে গত সোমবার সৌদি আরব, আরব আমরিাত, মিশর, বাহরাইন, ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
আজকের বাজার : এলকে /এলকে ৭ জুন ২০১৭