কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। তিনি কাতারের মীরসরাই সমিতির সদস্য। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

সোমবার ১১ ডিসেম্বর কাতার সময় সন্ধ্যা ৬টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাতারের মীরসরাই সমিতির সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবার নাম বাহার চৌধুরী। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরের তার বাড়ি। রিয়াদ দীর্ঘদিন কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।

আজকের বাজার:এলকে/এলকে ১২ ডিসেম্বর ২০১৭