কাতালুনিয়ার সংসদ বরখাস্ত করেছে স্পেন : ডিসেম্বরে নির্বাচন

কাতালুনিয়ার প্রেসিডেন্ট এবং সংসদকে বরখাস্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়।

স্পেন থেকে পৃথক হয়ে স্বাধীনতা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই নেয়া হয় এ পদক্ষেপ।

টেলিভিশনের দেয়া ভাষণে তিনি বলেন, ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

কাতালানের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য স্পেনের কেন্দ্রীয় মন্ত্রীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট এবং সংসদদের পাশাপাশি কাতালুনিয়ার আঞ্চলিক পুলিশ প্রধানকেও বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীর ভাষণে মারিয়ানো রাজোয় বলেন, স্পেন একটি দুঃখজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কাতালানের নাগরিকদের কথা জরুরি ভিত্তিতে শোনা উচিত বলেও জানান তিনি।

এতে কাতালুনিয়ার অধিবাসীরা আইনের মধ্যে থেকেই তাদের ভবিষ্যতে নির্ধারণ করতে পারবেন এবং তাদের নাম ভাঙ্গিয়ে কেউ যেন আইন বহির্ভূত পদক্ষেপ নিতে না পারে।

২৭ অক্টোবর শুক্রবার স্পেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিয়েছে কাতালুনিয়া। এ ঘোষণার ৪০ মিনিটের মধ্যেই ওই অঞ্চলের ওপর সরাসরি শাসন কায়েম করার ঘোষণা দেয় স্পেন।

কাতালুনিয়ার ১৩৫ আসনের সংসদে ৭০টি ভোট স্বাধীনতার পক্ষে এবং ১০টি বিপক্ষে পড়েছে। দু’টো খালি ব্যালট পেপার জমা দেয়া হয়েছে। বিরোধী সোশালিস্ট পার্টি, পিপলস পাটি (পিপি) এবং সিউদাদনোস ভোট বর্জন করেছে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ২৮ অক্টোবর ২০১৭