কাদেরের বক্তব্য ভয়ংকর ইঙ্গিত বহন করছে: রিজভী

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্পর্কে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদেরর বক্তব্য ভয়ংকর ইঙ্গিত বহন করছে। আমরা তার বক্তব্যে দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। এসময় ‘হায়াত-মউত আল্লাহ’র হাতে, এখানে কারও হাত নেই।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সেলিমুজ্জামান সেলিম, মুহাম্মদ মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে প্রমাণিত হলো যে, সত্যি সত্যি তাঁরা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।’

খালেদা জিয়া চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা গতকাল বৃহস্পতিবার কারাফটকে গেল। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়ে গেছে। কারাগারে তাঁকে নানাবিধ সমস্যায় আক্রান্ত হতে হচ্ছে। তাঁকে এক অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে।

রিজভী বলেন, ‘অবিলম্বে খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় জনগণের রুদ্ররোষ থেকে কেউই রেহাই পাবে না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের গড়িমসি সহ্য করা হবে না।’

আজকের বাজার/ এমএইচ