আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপির দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। এই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখন তাদের। এরপরও সরকারের যদি কিছু করার থাকে সরকার তা করতে একটুও সংকোচ করবে না।
প্রশ্ন রেখে কাদের বলেন, বিএনপি তো বাংলাদেশে অনেক দিন ক্ষমতায় ছিলেন। আপনাদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোন নির্বাচনে, কবে আপনারা সেনাবাহিনী নিয়োগ করেছিলেন। নিজেরা যেটা করেননি, সে উপদেশ এখন ক্ষমতায় না থেকে কেনো দিচ্ছেন?
তিনি বলেন, যখন আপনারা ক্ষমতায় ছিলেন, কখনো কী কোনো স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ হয়েছে? কাজেই নিজেরা যেটা প্রেকটিস করেননি, বিরোধী দলে এসে নিজেদের অবস্থান খারাপ দেখে, এসব আবোল-তাবোল বকছেন। এসব প্রশ্নের জবাব আমি দেবো না। এ প্রশ্নের জবাব ইলেকশন কমিশন দেবে। সেখানে অহেতুক আওয়ামী লীগ কেনো মন্তব্য করবে না।
কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি নেতারা বলেছেন সরকার খালেদা জিয়াকে জীবিত মুক্ত হতে দেবে না। দেখুন বেগম জিয়ার বয়স হয়েছে, হায়াৎ তো জন্মের সময় নির্ধারণ হয়ে যায়। এটা পবিত্র কোরআন শরিফেই লেখা আছে। আওয়ামী লীগ কখনো এমন নোংড়া রাজনীতি করেনি, করবেও না। তারা নাকি তাদের নেত্রীকে আন্দোলন করে মুক্ত করবে! করুক না….।
এস/