বলিউডে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় ভারতীয় এই অভিনেত্রী। কিছুদিন আগে বলিউডে মুক্তি পাওয়া ‘পদ্মাবত’ছবিতে দুর্দান্ত অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছেন তিনি।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, কিন্তু এসবের মধ্যে দুঃসংবাদ হচ্ছে, বিশ্রামে যেতে হচ্ছে নায়িকাকে। কারণ বেশ কিছুদিন ধরে অসুস্থ দীপিকা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কাধের ব্যথায় ভুগছিলেন দীপিকা। ‘পদ্মাবত’ ছবির শুটিংয়ের সময় থেকেই ব্যথার মাত্রা বেড়ে যায় তার। তাই ব্যথার কারণে হায়দরাবাদে ফিরে গিয়েছিলেন তিনি। বাড়িতেই ছিলেন, কিন্তু শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর মুম্বাই ফিরে আসেন তিনি।
জানা গেছে, বলিউডের সুপারস্টারকে শেষ শ্রদ্ধা জানিয়ে তবেই মুম্বাই ছাড়েন দীপিকা। কিন্তু দীপিকার আপাতত কিছুদিন বিশ্রাম প্রয়োজন। এই মুহূর্তে পরিচালক বিশাল ভারদ্বাজের ‘হিন্দি মিডিয়াম টু’র শুটিং করার কথা তার।
তবে কাধের ব্যথা কমলে তবেই যেন শুটিং সেটে ফেরেন, এমন পরামর্শ দেওয়া হয়েছে দীপিকাকে। শুটিং না শুরু করে যেন বিশ্রাম নেন দীপিকা, এমনই জানিয়েছেন তার চিকিৎসক।
আজকেরবাজার/এসকে