বিসিএস (কর) ক্যাডারের দুই সিনিয়র কর কমিশনারকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত দুই সদস্য হলেন, এনবিআরের কর আপীল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার রওশন আরা আক্তার ও কর অঞ্চল-১, ঢাকার কর কমিশনার কানন কুমার রায়। রওশন আরা আক্তার বিসিএস (কর) ক্যাডার ১৯৮৪ ও কানন কুমার রায় বিসিএস (কর) ক্যাডার ১৯৮৫ এর কর্মকর্তা। সম্প্রতি এনবিআরের সদস্য মো. লোকমান হোসেন ও পারভেজ ইকবাল অবসর গ্রহণ করেছেন। রওশন আরা আক্তার ও কানন কুমার রায়কে এ দুইটি শূন্য পদে পদায়ন করা হবে।
আজকের বাজার : এসএস /এলকে ২৮ ডিসেম্বর ২০১৭