কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুব টাইগাররা

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিলে নিয়েছে  ‍যুব টাইগাররা। কানাডার বিপক্ষে ৬৬ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

ব্যাট হাতে দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর বল হাতেও দুর্দান্ত ছিল তরুন তুর্কী আফিফ হাসান ধ্রুব। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে টাইগারদের জয়ের পথ সহজ করে দেয় এই অফ স্পিনার।

এর আগে প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরীতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া মোহাম্মদ নাঈম ৪৭, আফিফ হোসেন ৫০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে আফিফের বোলিং তোপে পড়ে কানাডা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৩ বলে ১৯৮ রানে অল আউট হয় কানাডা দল। টাইগারদের বিপক্ষে আফিফের ৫ উইকেটের সাথে মাহমুদ হাসান ২টি ও সাইফ, রবিউল ও কাজী অনিক একটি করে উইকেট নেন।

ব্যাট হাতে ৫০ রান ও বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আফিফ হাসান ধ্রুব।

আজকের বাজার:এসএস/১৫ জানুয়ারি ২০১৮