মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলাপকালে দেশটির ‘বিধ্বংসী ও ঐতিহাসিক’ দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বুধবার এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, প্রেসিডেন্ট কানাডিয়ান ও আমেরিকান কমিউনিটির ওপর প্রভাব ফেলা ভয়ংকর দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য উপায়ে ফেডারেল ফায়ারফাইটিং সুবিধা কাজে লাগাতে তার টিমকে নির্দেশ দিয়েছেন।
এদিকে দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলও ঢাকা পড়ে গেছে।