কানাডার রক্ষণশীল বিরোধী দলীয় নেতা ইরিন ও’টলি শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দপ্তর একথা জানায়।
ফেডারেল পার্টির আরেক নেতার কোভিড-১৯ পজিটিভ হওয়ার এক দিন পর তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ও’টলি ও ব্লক কুইবাকোইস নেতা ইভেস-ফ্রাঙ্কোইস ব্লানচেট উভয়ই ‘ভাল অনুভব’ করছেন এবং তারা সেলফ-আইসোলেশনে রয়েছেন। এ দুই নেতা কোভিড-১৯ আক্রান্ত স্টাফদের সংস্পর্শে এসেছিলেন।
ও’টলি বলেন, ‘তার স্ত্রী ও শিশু করোনায় আক্রান্ত না হওয়ায় তিনি অনেক স্বস্তি বোধ করছেন।’