কানাডায় রোববার আরো ৫ হাজার ৮৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭৪৩ জন।
কানাডার জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটিতে আরো ৮১ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ১৩ হাজার ৪৩১ জন।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা তাম এক বিবৃতিতে বলেছেন, এই মহামারির কারণে অসংখ্য কানাডিয়ান প্রাণ সংহারী অসুস্থতার ঝুঁকিতে রয়েছে এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।