কানাডায় শনিবার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। কেবলমাত্র গত দুসপ্তাহে রোগীর সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে।
সরকারি সূত্রে এ খবর জানা গেছে।
দুসপ্তাহ আগে দেশটিতে করোনা রোগীর সংখ্যা চার লাখ ছিল। তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার এ দেশটিতে করোনা ভাইরাস এখন দ্রুতই ছড়াচ্ছে।
কানাডায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৪ হাজার ১২৮ জন।
অন্তারিও প্রদেশের সরকার টরেন্টোসহ আরো কিছু এলাকায় জারি থাকা লকডাউনের সময় আগামী ৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। গত প্রায় এক মাস ধরেই এ লকডাউন চলছে।
কানাডার প্রধান চিকিৎসা কর্মকর্তা থেরেসা তাম বলেন, সব বয়সের লোকের মধ্যেই কোভিড ১৯ ছড়াচ্ছে।