কানাডার টরন্টোতে একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় আরও দু'জন আহত হয়েছে।
এক টুইট বার্তায় কানাডার সবচেয়ে বড় শহরটির পুলিশ বিভাগ জানিয়েছে, শুক্রবার রাতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আরও একজন ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপর একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে উল্লেখ করা হয়েছে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এছাড়া হামলায় হতাহতদের পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।
এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় নিহতদের বয়স ২২, ২০ এবং ১৯ বছর। এর বাইরে আর কিছুই জানা সম্ভব হয়নি। কানাডায় এ ধরনের হামলার ঘটনা বিরল।
আজকের বাজার/এআর