কানাডায় দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর গত দুই সপ্তাহে নতুন করে ১ লাখ লোক আক্রান্ত হয়েছে। শুক্রবার সিবিসি’র খবরে এ কথা বলা হয়েছে।
দেশটির ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে বর্তমানে ৪ লাখ ৩১ জন করোনায় আক্রান্ত। এ পর্যন্ত মারা গেছে ১২ হাজার ৪৭০ জন।
দেশটিতে দ্বিতীয় দফায় সংক্রমণ শুরুর পর মাত্র ১৮ দিনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ থেকে ৪ লাখে পৌঁছে গেছে। এর ফলে, দেশটির কোন কোন এলাকায় সংক্রমণ কমাতে নতুন করে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হচ্ছে।
দেশটির চিফ পাবলিক হেলথ অফিসার টেরেসা ট্যাম এক বিবৃবিতে বলেন, বর্তমানে বয়স্কদের মাঝে সংক্রণের হার বাড়ছে। যাদের বয়স ৮০ কিংবা তার উপরে তারাই বেশি হারে সংক্রমিত হচ্ছে।